প্রতিনিধি :: ঢাকার কেরানীগঞ্জে র্যাবের চেকপোস্টে ফেনসিডিল, পিস্তল ও গুলিসহ স্বামী-স্ত্রী আটক হয়েছে। স্বামীর নাম মো. বাদল হাওলাদার (৩৮) এবং স্ত্রীর নাম লিপি আকতার (৩৫)। তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অস্ত্র ও মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী র্যাব-৪ (মীরপুর) এর ডিএডি মো. আব্দুল্লাহ আল মামুন শনিবার (১৭নভেম্বর) দুপুরে জানান, শুক্রবার সকালে আমরা দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকার একটি রাস্তায় র্যাবের একটি চেকপোস্ট বসাই। এসময় একটি জিপ গাড়িতে করে যাওয়ার সময় বাদল হাওলাদার ও লিপি আকতারকে আটক করা হয়। চলন্ত অবস্থায় চেকপোস্টে তাদের গাড়ি থামানোর সংকেত দিলে তারা সংকেত উপেক্ষা করে দ্রুত গতিতে চালিয়ে যায়। এতে সন্দেহ হলে আমরাও তাদের গাড়ি নিয়ে ধাওয়া করে হাসনাবাদ হাউজিংয়ের ভেতর থেকে আটক করি। এসময় গাড়ি তল্লাশি করে তাদের কাছ থেকে ৬’শ ৪৯ বোতল ভারতীয় ফেনসিডিল, একটি পিস্তল ও ১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে শুক্রবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা জিপ গাড়িটিও আটক করেছি। আটককৃত দুইজনের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ থানার কাঠালিয়া গ্রামে। তারা হাসনাবাদ হাউজিং এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতো।