Home / খেলাধুলা / বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের কোচ পথাস

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের কোচ পথাস

স্পোর্টস :: কথা ছিলো বাংলাদেশ সফরের পরেই ওয়েস্ট ইন্ডিজের দায়িত্ব ছাড়বেন স্টুয়ার্ট ল। কিন্তু সফরের শুরুতেই এলো নতুন খবর। বাংলাদেশ সিরিজের আগে দায়িত্ব ছেড়ে দিয়েছেন স্টুয়ার্ট ল। তার জায়গায় বাংলাদেশ সফরে অন্তর্বর্তীকালীন কোচ থাকবেন ফিল্ডিং কোচ নিক পথাস।

 

২০১৬ সালে ফিল সিমন্সকে সরিয়ে দিলে দায়িত্ব ভার পান স্টুয়ার্ট ল। এই সময়ে তার অধীনে টেস্ট দলে আসে ব্যাপক সাফল্য। এছাড়া বিশ্বকাপ বাছাইয়ের বৈতরণীও উতরে যায় ক্যারিবীয়রা। কিন্তু কাউন্টি দল মিডলসেক্সের দায়িত্ব পাওয়ায় আর থাকা হচ্ছে না ক্যারিবীয়দের কোচ হয়ে। কথা ছিলো অক্টোবরে ভারত ও নভেম্বরে বাংলাদেশ সফরের পর আনুষ্ঠানিকভাবে বিদায় বলবেন ওয়েস্ট ইন্ডিজকে।

 

এই অবস্থায় বাংলাদেশ সিরিজে পথাসকে দায়িত্ব দিয়ে বরং আশাবাদী ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। বছরের শুরুতে ফিল্ডিং কোচের দায়িত্ব পাওয়া এই কোচের কাছে ধারাবাহিকতাই আশা করে ম্যানেজমেন্ট। বোর্ডের পরিচালক জিমি অ্যাডামসের প্রত্যাশা তেমনই, ‘এই মুহূর্তে দলের ধারাবাহিকতা রাখতে নিক পথাসের দায়িত্ব পাওয়াটা গুরুত্বপূর্ণ। তার অধীনে এই স্কোয়াডের কাছ থেকে শক্তিশালী ও ইতিবাচক পারফরম্যান্স আশা করি।’

 

দায়িত্ব পেয়ে পথাসও বেশ উচ্ছ্বসিত। তবে বাংলাদেশ সফরটা যে চ্যালেঞ্জিং হবে তা জানিয়ে দিলেন প্রথম টেস্ট শুরুর আগে, ‘এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ হতে পারাটা গর্বের। বাংলাদেশ সিরিজটা কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিবে। তবে আমরা সেই চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত।’

 

চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২২ নভেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *