স্টাফ রিপোটার: ময়মনসিংহ ডিবি’র পৃথক অভিযানে ৮০ টি নেশাজাতীয় ক্যান বিয়ার ও ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন গ্রেফতার। গ্রেফতারকৃত অাসামীরা হলেন, চঞ্চল মিয়া (১৯), মো: মজিবুর রহমান (৪০),মোছাঃ মৌসুমী (৩০)।
ডিবি সূত্রে জানাযায়, ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা ডিবি ওসি মোঃ শাহ কামাল আকন্দ,পিপিএম (বার) নির্দেশে ক্রমে ইং ২৩/০২/১৯ তারিখ এসআই আক্রাম হোসেন, এসআই আব্দুল জলিল, এএসআই সুজন চন্দ্র সাহা সংগীয় ফোর্সসহ ভালুকা ও পাগলা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে ভালুকা থানাধীন জামিরদিয়া মাষ্টারবাড়ী এলাকা থেকে ৮০ টি নেশাজাতীয় ক্যান বিয়ার সহ মাদক ব্যবসায়ী চঞ্চল মিয়া (১৯), গ্রেফতার করেনন ।
পৃথক অারেক অভিযানে ময়মনসিংহ এবং পাগলা থানাধীন গয়েশপুর সাকিনস্থ তালুকদার ফিলিং ষ্টেশনের সামনে হইতে মাদক ব্যবসায়ী মোঃ মজিবুর রহমান (৪০), মোছাঃ মৌসুমী (৩০), গ্রেফতার করা হয়।
ডিবি ওসি মোঃ শাহ কামাল আকন্দ,পিপিএম (বার) এর সত্যতা নিশ্চিত করে বলেন অাসামীদের বিরুদ্ধে মাদক অাইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অামাদের মাদক বিরোধী অভিযান অভ্যহত রয়েছে।