প্রযুক্তি ডেস্ক :: রাজধানীর মগবাজারে বিটিসিএলের ক্যাবল কাটা পড়ায় ল্যান্ডফোনে নেটওয়ার্ক বিড়ম্বনায় পড়েছেন দেশের লাখো গ্রাহক। এর ফলে কোনও মোবাইল নম্বর থেকে বিটিসিএলের ল্যান্ডফোনে কল ঢুকছে না। এমনকি ল্যান্ডফোন থেকেও মোবাইলে কল করাও যাচ্ছে না। তবে ল্যান্ডফোন টু ল্যান্ডফোন সংযোগ সচল রয়েছে বলে জানা গেছে।
জানতে চাইলে বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওয়াসা মগবাজার এলাকায় পানির লাইনের জন্য রাস্তা কাটতে গিয়ে সংযোগ লাইন কেটে ফেলায় এ সমস্যা হয়েছে। এতে সাংঘাতিক ক্ষতি হয়েছে। লাইন মেরামতের কাজ চলছে। আমি এরই মধ্যে ওয়াসার এমডিকে ফোন করেছি।’
জানা গেছে, মেশিন দিয়ে রাস্তা কাটার সময়ই মূলত এই দুর্ঘটনা ঘটেছে। সংযোগ ক্যাবল কেটে যাওয়ায় মোবাইলে যোগাযোগ ব্যাহত হচ্ছে। বিটিসিএল কর্মকর্তারা ক্যাবলের দুই প্রান্ত জোড়া লাগানোর চেষ্টা করছেন।
বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক আরও জানান, যেহেতু এটা সেন্ট্রাল ক্যাবল, ফলে এর প্রভাব সারা দেশেই পড়ছে।