ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র নেটওয়ার্কের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ENইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র নেটওয়ার্কের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অনলাইন ডেস্ক অনলাইন ভার্সন প্রকাশ: ১৬:৫৫, বুধবার, ০২ এপ্রিল, ২০২৫ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র নেটওয়ার্কের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাgoogle_newsমার্কিন যুক্তরাষ্ট্র এবার নিষেধাজ্ঞা দিলো ইরান, চীন এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একাধিক সংস্থা এবং ব্যক্তির উপর। ইরানকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে অস্ত্র সংগ্রহের নেটওয়ার্কের অংশ অভিযোগ করে স্থানীয় সময় মঙ্গলবার এই নিষেধাজ্ঞা দেয়া দিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ। খবর রয়টার্সের।এই পদক্ষেপকে তেহরানের উপর চাপ বাড়াতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।এর আগে, গত সপ্তাহে ইরানকে হুমকি দিয়েছিলেন ট্রাম্প। তিনি বলেন, নতুন পারমাণবিক চুক্তিতে রাজি না হলে ইরানে বোমা হামলা বা নতুন শুল্ক আরোপ করা হবে।এদিন মার্কিন ট্রেজারি বিভাগ, বিচার বিভাগের সাথে সমন্বয় করে, ইরানের ড্রোন প্রোগ্রামের নেতৃস্থানীয় নির্মাতার জন্য মনুষবিহীন এরিয়াল ভেহিকল (ইউএভি) উপাদান সংগ্রহে জড়িত থাকার কথা উল্লেখ করে ছয়টি সংস্থা এবং দুই ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করে।ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেছেন, ইরানের ইউএভি এবং ক্ষেপণাস্ত্র তাদের প্রক্সি এবং রাশিয়াকে দিচ্ছে।এগুলো ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করছে রুশ বাহিনী, যা বেসামরিক জনগণ, মার্কিন বাহিনী এবং আমাদের অংশীদারদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এতে আরও বলা হয়েছে, ট্রেজারি ইরানের সামরিক-শিল্প কমপ্লেক্স এবং এর ইউএভি, ক্ষেপণাস্ত্র এবং প্রচলিত অস্ত্রের বিস্তারকে ব্যাহত করবে। ট্রেজারি ডিপার্টমেন্টের মতে, সাম্প্রতিক নিষেধাজ্ঞাগুলো একটি ইরান-ভিত্তিক সংস্থা, দুইজন ইরানী ব্যক্তি এবং একটি চীন ভিত্তিক ও চারটি সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংস্থার ওপর দেয়া হয়েছে। যদিও এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও নিউইয়র্কে জাতিসংঘে ইরানের মিশন তাৎক্ষণিকভাবে অনুরোধে সাড়া দেয়নি।