মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষন করছে ।

মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষন করছে ।স্পেশাল রিপোর্ট : ময়মনসিংহ জেলার সদরউপজেলার বাহাদুরপুর এলাকায় গত ১৭/০১/২৫বাহাদুরপুর এলাকায় মাদকসেবীরা আবারোসক্রিয়া হয়ে উঠে বিষয়টি পুলিশকে জানালেওঅজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়নি। বিগত সময়েএলাকার বাসিন্দা রুশিয়া খাতুনের উপর গত০১/১১/২০২৩ রাত ১টা হতে ৩টা পর্যন্ত অদৃশ্যশক্তির নির্দেশে বাড়ির আশে পাশে হুরমুত গংদেরনজরদাড়ি বাড়ানোর অভিযোগ রয়েছে পূর্বের ।অভিযোগে প্রকাশ সাংবাদিক ওমর ফারুক তথ্যঅধিকারে তথ্য পাওয়া সাপেক্ষে জনস্বার্থে বিভিন্নদপ্তরের প্রতিবেদন, প্রকাশ করে তারই ধারাবাহিকতার সূত্র দরে ময়মনসিংহ শিক্ষা বোর্ডেআবেদন করে গত ১৫/১০/২০২৩ গত ১৯/১০/২০২৩ সাংবাদিকের বাড়িতে হামলা হয় ।হামলার দিন রাত ২টার সময় খাগডহরের চেয়ারম্যনের নিকট বিষয়টি অবহিত করে,লিখিতভাবে অভিযোগ করে নারী বলেন আপনি দলীয় লোক ব্যবস্থা নিন কিন্তু অজ্ঞাতকারণে কিছুই করেনি, উপায়ন্ত না পেয়ে সাংবাদিক দম্পতি বাড়িঘর ছেড়ে দিলো। গত২৬/১০/২০২৩ কোতুয়ালী থানার, গত ২৩/১০/২০২৩ পুলিশ সুপার গত ২৫/১০/২০২৩ডি.আই.জি বরাবর আবেদন করে। পরবর্তীতে সাবেক স্বরাষ্টমন্ত্রীকে অবহিত করাহয়েছিল । নির্ভরযোগ্য সূত্র বলছে একটি মহল বিষয়টিকে ব্যক্তিগত বিষয় চালিয়ে দেওয়াচেষ্টায় লিপ্ত আছে । যা সাংবাদিক অনেক পূর্বেই প্রশাসনকে অবহিত করেছেন। তারপরেও সাংবাদিক বিষয়টিকে আইনগত সহযোগিতা করছে । গত ৮/০৪/২৪ সাংবাদিকেরবাড়ীর সামনের পুকুরের মাছ জোর পূর্বক ধরে নিয়ে যায় । গত (শেষ পাতায়)(১ম পাতার পর) ২৬/০৪/২৪ ইং বাহাদুরপুরে নেশাখোর, জুয়ারীরা নারীর উপরহামলা করার গোপন পরিকল্পনা করার অভিযোগ পাওয়া গিয়েছে। স্বার্থন্বেষীমহলটি রাস্তা ঘাটে দূর্ঘটনা ঘটিয়ে মিথ্য ঘটনা সাজানোর চেষ্টায় লিপ্ত আছে । এইবিষয়ে পুলিশের সাথে যোগাযোগ করলে জানান আমরা চেষ্টা করছি সুষ্ঠ সমাধানেযাওয়ার । গত ১৪/০৩/২৪ ইং তথ্য অধিকারের আবারো সংশ্লিষ্ট সাংবাদিকআবেদন করেছিল, তাকে জানিয়েছে আর আবেদন করবেন না। অভিযোগেরবিষয়ে আবারো সংশ্লিষ্ট দফতরে অভিযোগ দায়ের হয়েছে গত ১/৫/২৪ ইং । গত১০/০৫/২৪ ইং আতিকুল হুরমত হুমকি দিয়ে বলে ফারিয়া কে স্কুল ছাড়া করেদিয়েছি, এলাকায় আসলে থাকতে দিব না। বিগত ২৯/১১/২৩ ইং বিভাগীয়কমিশনারের নিকট এলাকাবাসী নেশাখোরদের অত্যাচারের বিষয়ে অভিযোগকরে যার প্রেক্ষিতে বিভাগী কমিশনারের দপ্তর হতে গত ১৪/১২/২৩ স্মারক নং- ০৫.৪৫.০০০০.০১২.৯৯.০০৯.২১.৫২৭ মূলে পুলিশকে নির্দেশ দেয় ব্যবস্থানেওয়ার অজ্ঞাত কারনে ব্যবস্থা নেওয়া হয়নি, বিধায় গত ১৪/০৫/২৪ ইং আবারোপুলিশ সুপার বরাবর অভিযোগ দায়ের হয়। গত ১৪/৫/২৪ ইং তারিখেই সকালদশটার দিকে হুরমুত আতিকুল, উজ্জল সাংবাদিকের স্ত্রী রুশিয়া খাতুন শিক্ষার্থীফারিয়াকে তাদের বসত বাড়ী হতে বের করে দেয়, বিষয়টি পুলিশকে অবহিতকরলে জানান আমরা বিষয়টি দেখছি ।গত ১৯/০৫/২৪ বর্তমান ময়মনসিংহ শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের সাথে তথ্যেরবিষয়ে কথা বললে জানান বিষয়টি অন্যরকম মনে হয় । সূত্র বলছে বোর্ডের একটিদূর্নীতিবাজ চক্র বিষয়টিকে অন্যরকম/ব্যক্তিগত বলে চালিয়ে যাওয়ার চেষ্টা শুরুথেকে করে আসছে । অভিযোগের বিষয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সাথে কথাবললে তিনি জানান বিষয়টি আমি গুরুত্ব সহকারে দেখব। গত ১/০৬/২৪ ইংখাগডহরের বাহাদুরপুর এলাকায় পুলিশ এসে প্রকৃত ঘটনার রহস্য উদঘাটনেরজন্য অন্যের জমি দখলকারী জুয়ারু হুরমুত গংদের কোতোয়ালী থানায় এসেনির্যাতনকারী মহিলা ও তার সদস্যের সামনা সামনি বসার জন্য । যা পুলিশ মুখেইবলেছে কার্যত কোন ব্যবস্থা নেয়নি । সূত্র থেকে জানা যায় নেশা খোর বোর্ডেরদালাল হিসেবে চিহ্নিত শহীদের কথায় হুরমুত গংরা আর আসেনি। অভিযোগথেকে আরো জানা যায়, স্থানীয় ইউপি সদস্য জুয়ারু হুরমুত গংদের আশ্বস্থকরেছিল তোমরা মামলা দাও, অবশেষে মামলাটি ইউপি পরিষদে পাঠিয়েছেআদালত আরো জানা যায়, আরো বলেন, সাংবাদিক দম্পতি কিছুই করতেপারবেনা, ইউপি সদস্য এই কথাটি বার বার বলেছে, আমাদের দায়িত্ব দাওআমরা দেখবো । বিগত ১৪/৭/২৪ই তারিখে একটি মিথ্যা অভিযোগ সাংবাদিকসহসচেতন ব্যক্তি নামে দায়ের করে শহিদ, অবশেষে নিজেই প্রত্যাহার করে নেয় ।দায়িত্বশীল সূত্র থেকে জানা যায়, নেশাখোর শহীদ, জুয়ারু হুরমতরা সব সময়দলীয় নেতাদের ভয় দেখাতো, যার জন্যই বিভাগীয় কমিশনারের পুলিশকে দেওয়াচিঠির কার্যক্রম অজ্ঞাত কারনে কিছু হয়নি। সর্বশেষ জানা যায়, অভিযোগরয়েছে আদালতের দায়েরকৃত মামলা নং-২১৯৮/২৩ প্রত্যাহারের জন্য এই চক্রটিসাংবাদিকসহ সচেতন ব্যক্তিদের উপর মামলা ও উচ্ছেদের চেষ্টা করছে। উল্লেখ্যগত ১২/০৯/২০২৩ যৌথবাহিনী কাছে একটি অভিযোগ বাদী পক্ষ দায়েরকরেন। গত ২৯/১/২৫ ইং তথা কথিত মানববন্ধনে বোর্ডের কর্মচারী ফরিদামমতাজ অংশ গ্রহণ করে । ঐ দিনই ২৮৪৫ নং জিডি মূলে পুলিশ এসে বিষয়জেনে বলে আদালতে মামলার বিষয়ে মানববন্ধন প্রয়োজন নেই। যাওয়ারপ্রাক্কালে সাংবাদিক নীরব, সাজ্জাদ, শাওনের অতর্কিতে হামলা করে, পরে এসেউদ্ধার করে নিয়ে যায়। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। এলাকারপরিবেশ দূষণ হওয়ার বিষয়ের অভিযোগ অনেক পূর্বের। এই বিষয়ে এলাকারসচেতন মহল ও সাংবাদিক মহল মাদকসেবী ও ভূমিদখলকারী চক্রের বিরুদ্ধেব্যবস্থা গ্রহনের জন্য মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষন করছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/kishaner/public_html/wp-includes/functions.php on line 5464